ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
যশোরে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগ

যশোর: যশোর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলীর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। হামলার সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

ভাঙচুর করা হয়েছে কয়েকটি মোটরসাইকেল ও গাড়ি। আহত হয়েছেন আটজন।

বুধবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা প্রতিরোধ করতে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলীর দাবি, নির্বাচনী প্রচারণা শেষে সমর্থকদের নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এক পর্যায়ে গাড়িবহর কাশিমপুর এলাকায় পৌঁছালে বর্তমান নৌকার প্রার্থী ও এলজিআরডিএ প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ছেলে সুপ্রিয় ভট্টাচার্য্যের নেতৃত্বে সন্ত্রাসীরা গাড়িবহরে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বহরে থাকা ছয়টি মোটরসাইকেল, দুইটি মাইক্রোবাস ও ইয়াকুব আলীর গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

যশোর গোয়েন্দা পুলিশের (ওসি) রুপন কুমার সরকার বলেন, আমরা ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একাধিক দল পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, একইদিন দুপুরেও নৌকার কর্মীদের হামলায় স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলীর কয়েকজন কর্মী আহত হন।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
ইউজি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।