সাভার (ঢাকা): চার মাসের বকেয়া বেতন ও ওভার টাইমের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। ফলে প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল।
রোববার (২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০ পর্যন্ত ওই মহাসড়কের কর্ণপাড়া এলাকায় অবরোধ করে বিক্ষোভ করছেন প্রতীক অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। এ ঘটনায় সড়কটির উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকরা জানায়, ওই কারখানায় প্রায় ৭০০ শ্রমিক কাজ করেন। কারখানা কর্তৃপক্ষ ব্যাংকের সমস্যা দেখিয়ে প্রায় চার মাস ধরে বেতন দিচ্ছে না। গত ২৭ ফেব্রুয়ারি বেতন ও ওভার টাইমের টাকা পরিশোধ করার কথা ছিল। কিন্তু রাত ১০টা পর্যন্ত বসিয়ে রেখেও বেতন দিতে ব্যর্থ হয় কারখানা কর্তৃপক্ষ। সর্বশেষ রোববার বেতন পরিশোধের কথা থাকলেও কর্তৃপক্ষ কারখানা থেকে পালিয়ে যায়। পরে শ্রমিকরা বাধ্য হয়ে চার মাসের বকেয়া বেতন ও ওভার টাইমের টাকার দাবিতে মহাসড়কে নামেন।
কারখানার হেলপার পদে কাজ করা নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বাংলানিউজকে বলেন, কারখানার কর্তৃপক্ষ আমাদের বকেয়া বেতন দেই-দিচ্ছি করে টালবাহানা করছে। বিভিন্ন সময়ে টাকা দেওয়ার কথা থাকলেও তারা বার বার তারিখ পরিবর্তন করেছে। রোববার কর্তৃপক্ষ কারখানায় তালা দিয়ে পালিয়েছে। আমরা চার মাস ধরে বাসা ভাড়া ও দোকানের বকেয়া পরিশোধ করতে পারছি না। দোকানদার কোনো কিছুই আর বাকি দিচ্ছে না। বাসার মালিক বাসা ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে। আমরা অনেক অসহায় হয়ে পড়েছি। আমরা আমাদের বকেয়া বেতন চাই।
এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) শওগাতুল আলম বাংলানিউজকে বলেন, প্রতীক অ্যাপারেলসের শ্রমিকদের বেতন-ওভার টাইমের টাকা বকেয়া রয়েছে। সেই বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘শ্রমিকরা গত জানুয়ারি মাসের বেতন পাবেন বলে আমরা জানি। কারখানা কর্তৃপক্ষ রোববার বেতন পরিশোধ করার জন্য সকাল থেকে শ্রমিকদের আশ্বাস দিয়েছে। ইফতারের পর শ্রমিকরা কারখানার সামনে এসে জানতে পারেন আজও বেতন পরিশোধ করবে না কর্তৃপক্ষ। পরে সব শ্রমিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এক মাসের বেতন বকেয়ার কথা শুনেছি। চার মাসের অন্যান্য বকেয়া যেমন- ওভার টাইম, টিফিনের বিল থাকতে পারে। আমরা বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করছি। ’
বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৫
এসআরএস