ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

১৬ বছর পর শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমামতি ফেরত পেলেন মুফতি ছাইফুল্লাহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, মার্চ ২, ২০২৫
১৬ বছর পর শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমামতি ফেরত পেলেন মুফতি ছাইফুল্লাহ মুফতি এ.কে.এম ছাইফুল্লাহ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী সুপ্রাচীন শোলাকিয়া ঈদগাহের ইমাম হিসেবে মুফতি এ.কে.এম ছাইফুল্লাহকে পুনর্বহাল করা হয়েছে।

রোববার (২ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া বিষয়টি নিশ্চিত
করেছেন।

তিনি জানান, এবার ঈদুল ফিতরের জামাতে ইমামতি করবেন মুফতি এ.কে.এম ছাইফুল্লাহ।

এ বিষয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান।

সভায় উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোছ. মুস্তারী কাদেরী, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরী,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ সেনা ক্যাম্পের মেজর রায়হান, জেলা
বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, কিশোরগঞ্জ আদালতের জিপি অ্যাডভোকেট জালাল মো. গাউস, পিপি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন, জেলা গণঅধিকার
পরিষদের নেতা অভি চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, হয়বতনগর এ ইউ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আবুল খায়ের মোহাম্মদ নূরুল্লাহ টানা ৩০ বছর শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমামতি করেন। ২০০৩ সালে বার্ধক্যের কারণে এ দায়িত্ব থেকে তিনি সরে যান। ২০০৪ সাল থেকে তার ছেলে আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমামতি করেন। ২০০৯ পর্যন্ত দায়িত্ব পালন করার পর তৎকালীন আওয়ামী লীগ সরকার ছাইফুল্লাহকে ইমামতির দায়িত্ব থেকে সরিয়ে দেয়। পরে ইমামতির দায়িত্ব পান ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ। পতিত আওয়ামী সরকারের সময় থেকে শোলাকিয়া ঈদগাহের ইমাম ছিলেন ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। ১৬ বছর পর শোলাকিয়া ঈদগাহের সাবেক ইমাম মুফতি এ.কে.এম ছাইফুল্লাহকে শোলাকিয়া ঈদগাহের ইমাম হিসেবে পুনর্বহাল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, মার্চ ০২, ২০২৫
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।