ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

শাহজাদপুরে ভবনে আগুন, চারজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
শাহজাদপুরে ভবনে আগুন, চারজনের মৃত্যু

ঢাকা: রাজধানীর ভাটারা শাহজাদপুর এলাকায় একটি ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডে চারজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (৩ মার্চ) দুপুর দেড়টায় ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুর ১২ টা ১৭ মিনিটে আগুনের সংবাদে রাজধানীর ভাটারা শাহজাদপুর সৌদিয়া হোটেলে আগুন নির্বাপনের জন্য দুটি ইউনিট পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণ করে ওই ভবনের সিঁড়ি ও বাথরুম থেকে চারজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। তবে সবার মরদেহ ছয়তলায় পাওয়া গেছে, একজনের বাথরুমে আর তিনজনের সিঁড়িতে।

ফায়ার সার্ভিস ধারণা করছে, আগুন থেকে বাঁচার জন্য তারা ছাদে উঠার চেষ্টা করেছিলেন কিন্তু ছাদের দরজা তালা মারার কারণে তারা যেতে পারেনি সেখানে মারা গেছেন। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, অগ্নিকাণ্ডে নিহত চারজনের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। তবে ওই ভবনের দ্বিতীয় তলা সৌদিয়া নামে একটি আবাসিক হোটেল আছে। সেখান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত কি না সেটা ফায়ার সার্ভিস বলতে পারবে। তবে চারটি মরদেহের শরীরে কোনো পোড়ার ক্ষত নেই। সম্ভবত ধোয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে তারা মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।