জামালপুর: জামালপুরের সদর উপজেলার শরিফপুরে বাসচাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা যাত্রীবাহী ওই বাসে আগুন ধরিয়ে দেন।
রোববার (২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের শরিফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকালে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাস জামালপুরের দিকে যাওয়ার পথে শরিফপুর এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চার যাত্রী আহত হন। এদের হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম আকন্দ।
এদিকে দুর্ঘটনায় মৃত্যুর খবরে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
জামালপুরের পুলিশ সুপার (এসপি) রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। এছাড়া আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সড়ক থেকে বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও বাস জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, মার্চ ০২, ২০২৫
আরআইএস