ঢাকা: মুসলিম সম্প্রদায়ের জন্য রহমত, বরকত আর নাজাতের বার্তা নিয়ে এসেছে পবিত্র সিয়াম সাধনার মাস রমজান। ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ)-সহ ঢাকা বিভাগের ১৭ কারাগারে রমজান মাসজুড়ে বন্দিদের জন্য সেহরিতে গরম খাবার পরিবেশন করা হবে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ ঢাকা বিভাগের মোট ১৭টি কারাগার ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে।
শনিবার (১ মার্চ) দিবাগত রাতে বাংলানিউজকে জাহাঙ্গীর কবির জানান, এসব কারাগারে যেসব বন্দিরা রোজা রাখতে ইচ্ছুক তাদের জন্য সেহরিতে গরম খাবার পরিবেশন করা হবে। আর ইফতারে থাকছে ছোলা, মুড়ি, পিঁয়াজু, খেজুর, জিলাপি, কলা, শরবত ও ডিম।
এ ছাড়া প্রতিদিনের নিয়ম অনুযায়ী কারাগারে বন্দিদের জন্য তিনবেলা খাবার অব্যাহত থাকবে। যেসব বন্দি রোজা রাখবেন তাদের জন্য আলাদা রান্না করা হচ্ছে। সেহরিতে তাদের সেই রান্না করা গরম খাবার দেওয়া হবে।
কারা উপ-মহাপরিদর্শক আরও বলেন, এই মুহূর্তে সেহরির খাবার প্রস্তুতের কাজ চলছে। সেহরির আগে আগে বন্দিরা গরম খাবার পাবেন। কারাগারে কোনো বাসি খাবার পরিবেশন বা সংরক্ষণের সুযোগ নেই।
তিনি বলেন, বন্দি হিসেবে যারা কারাগারে অবস্থান করছেন এবং রোজা রাখছেন তাদের হাতে সময়মতো ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া কারা কর্তৃপক্ষের অপরিহার্য দায়িত্ব। এ দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথেই পালন করা হবে ইনশাআল্লাহ। রোজা সবার জীবনে মাগফেরাত ও মঙ্গল বয়ে আনুক এই কামনা করি।
ঢাকা বিভাগের আওতাভুক্ত কারাগারগুলোর মধ্যে রয়েছে—ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুরস্থ চারটি কেন্দ্রীয় কারাগার, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, শরীয়তপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, মাদারীপুর ও নারায়ণগঞ্জ জেলা কারাগার।
কারা অধিদপ্তর থেকে সূত্রে জানা যায়, দেশের সব কারাগারেই রোজদার বন্দিদের সেহরিতে খাবার পরিবেশন করা হবে।
বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, মার্চ ০২, ২০২৫
এজেডএস/এমজেএফ