ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

আটোয়ারীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
আটোয়ারীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারীতে ট্রেনের নিচে কাটা পড়ে পলাশ চন্দ্র বর্মন (৩৫) নামে ভারসাম্যহীন এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১২ নভেম্বর) সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের রেললাইনে ঘটনাটি ঘটে।

নিহত পলাশ বর্মন রাধানগর ইউনিয়নের রাধানগর ঠাকুরবাড়ি গ্রামের হরদেব চন্দ্র বর্মনের ছেলে। জন্মগতভাবে ভারসাম্যহীন প্রতিবন্ধী ছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন মতো সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে এলাকায় ঘুরতেন বের হয় পলাশ। পরে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহ হন তিনি।

ইউপি চেয়ারম্যান আবু জাহেদ ট্রেনে কাটা পড়ে নিহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।