ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মরক্কোতে নতুন রাষ্ট্রদূত হারুন আল রশিদ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৩
মরক্কোতে নতুন রাষ্ট্রদূত হারুন আল রশিদ

ঢাকা: ম‌রক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ হারুন আল রশিদ। তি‌নি বর্তমান রাষ্ট্রদূত মোহাম্মদ শাহদাত হোসেনের স্থলা‌ভি‌ষিক্ত হবেন।

বুধবার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বর্তমানে হারুন আল রশিদ অটোয়াতে বাংলাদেশ হাইকমিশনে ডেপুটি হাইকমিশনা‌রের দা‌য়িত্ব পালন কর‌ছেন। বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ২০তম ব্যাচের কর্মকর্তা হারুন ২০০১ সা‌লে কূটনীতিক হিসেবে কাজে যোগ দেন।

কর্মজীবনে তিনি রোম, কায়রো, মেক্সিকো এবং মাদ্রিদে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া এ কূটনীতিক পররাষ্ট্র মন্ত্রণালয়ে বি‌ভিন্ন গুরত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

সবশেষ অটোয়াতে বাংলাদেশ হাইকমিশনে ডেপুটি হাইকমিশনা‌রের দা‌য়িত্ব পালনের আগে হারুন মন্ত্রণালয়ে জনকূটনী‌তি উইং‌য়ের মহাপ‌রিচাল‌কের দা‌য়িত্ব পালন ক‌রেন।

ফেনীর বা‌সিন্দা হারুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক অর্জন করেন। এছাড়া তিনি দেশ-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কোর্সে অংশ নেন। ব্যক্তিগত জীবনে তি‌নি দুই সন্তানের জনক।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৩
টিআর/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।