ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় হেরোইনসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
আশুলিয়ায় হেরোইনসহ আটক ১

ঢাকা: ঢাকার আশুলিয়ার নবীনগর এলাকা থেকে ৩০৫ গ্রাম হেরোইনসহ মো. তোসরিকুল ইসলাম ওরফে দরবেশ শফিকুল (৫১) নামে এক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান বাংলানিউজকে বিষয়টি জানান।

 

তিনি জানান, সকালে আশুলিয়া থানাধীন নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৩০৫ গ্রাম হেরোইনসহ তোসরিকুলকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি জানান, দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে ঢাকার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক কারবারিদের কাছে বিক্রি করতেন। আটক তোসরিকুলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
এসজেএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।