ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

রসগোল্লার জিআই স্বীকৃতি পেতে গোপালগঞ্জ জেলা প্রশাসনের তোড়জোড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
রসগোল্লার জিআই স্বীকৃতি পেতে গোপালগঞ্জ জেলা প্রশাসনের তোড়জোড়

গোপালগঞ্জ: রসগোল্লার গোপালগঞ্জের ভৌগোলিক নির্দেশক (জিআই)  পণ্য হিসেবে স্বীকৃতি পেতে ডকুমেন্টেশন এবং আবেদন সম্পন্ন করার ব্যাপারে সভা হয়েছে।

সোমবার (২১ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, ডিডিএলজি আজহারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোহসীন উদ্দিন, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদাউস ওয়াহিদ, বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদরসহ অনেকে উপস্থিত ছিলেন।

সভায় রসগোল্লাকে গোপালগঞ্জ জেলার জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার যাবতীয় ডকুমেন্টশন ও আবেদন করার সিদ্ধান্ত হয়। এছাড়া জিআই স্বীকৃতি পেতে পারে এমন আর কোনো পণ্য জেলায় থাকলে, আগামীতে সেটির বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে বলে সভায় জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।