ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামিরা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
নীলফামারীতে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামিরা গ্রেপ্তার

নীলফামারী: নীলফামারীতে অভিযান চালিয়ে ১৮ জন জুয়ারি, চিহ্নিত চোর, ধর্ষণ মামলা, দুইজন সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন অপরাধে ২৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

রোববার (২০ আগস্ট) সকাল পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করা হয়।

এ সময় জুয়ার সামগ্রী ও চোরাই মালামাল জব্দ করা হয়।  

পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নীলফামারী থানায় নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয় চারজন ও গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত দুইজন। সৈয়দপুর থানায় নিয়মিত মামলায় একজন, ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় তিনজন, গ্রেপ্তারি পরোয়ানা মূলে একজন। কিশোরগঞ্জ থানায় নিয়মিত মামলায় গ্রেপ্তার ছয়জন। জলঢাকা থানায় নিয়মিত মামলায় চারজন, ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় একজন, গ্রেপ্তারি পরোয়ানা মূলে দুইজন। ডোমার থানায় নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয় তিনজনকে।  

পুলিশ সুপার সবুর আলমের নির্দেশে সংশ্লিষ্ট থানা পুলিশ অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করে।  

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।