ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ক্রয় রশিদ না থাকায় ৪ কাঁচামরিচ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
ক্রয় রশিদ না থাকায় ৪ কাঁচামরিচ ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

সোমবার (৩ জুলাই) বেলা ১১টায় শহরের কাউতলী বাজারে অভিযান চালিয়ে ৪ কাঁচামরিচ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

তারা কেউ ক্রয় রশিদ দেখাতে পারেননি।

জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, কাঁচামরিচ বিক্রেতাদের কাছে ক্রয় রশিদ না থাকায় এবং খুচরা পর্যায়ে বিক্রির সময় রশিদ দেওয়ার বাধ্যবাধকতা না থাকার সুযোগকে কাজে লাগিয়ে অনেক ব্যবসায়ী বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। অনেকেই মূল্যতালিকা প্রকাশ করছেন না। ক্রয় রশিদ না থাকা এবং মূল্য তালিকা না থাকার দায়ে চার প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।