ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় ঈদের প্রধান জামাত সার্কিট হাউজ মাঠে সকাল ৮টায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জুন ২২, ২০২৩
খুলনায় ঈদের প্রধান জামাত সার্কিট হাউজ মাঠে সকাল ৮টায়

খুলনা: পবিত্র ঈদ-উল-আজহা যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে জেলা প্রশাসক (ডিসি) খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে ডিসির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, খুলনায় ঈদ-উল-আজহার প্রধান জামাত সকাল ৮টায় সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে, ঈদের জামাত অনুষ্ঠিত হবে একই সময়ে টাউন জামে মসজিদে। এছাড়া সকাল সাড়ে ৭টায় খুলনা জেলা মডেল মসজিদে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।  

অন্যদিকে, সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের তত্ত্বাবধানে ঈদের জামাত আয়োজন করা হবে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, জেলার সবগুলো অনুমোদিত পশুর হাটে প্রাণিসম্পদ দপ্তরের মেডিকেল টিম থাকবে। নগরীর পশুর হাট, বিপণী-বিতানসহ মার্কেট এলাকার নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে।

সভায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) জেলা কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক এম এনাম আহমেদ জানান, জেলায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে লবণের চাহিদা ৫৯৫ মেট্রিক টন। জেলায় বর্তমানে তিন হাজার ৭৪৩ মেট্রিক টন লবণ মজুদ রয়েছে। সুতরাং চামড়া সংরক্ষণে লবণের কোনো সংকট নেই।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, বাস-লঞ্চ পরিবহন মালিক সমিতির প্রতিনিধি, ইমাম পরিষদের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জুন ২২, ২০২৩
এমআরএম/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।