ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মালিতে বাংলাদেশি শান্তিরক্ষী পুলিশের ওপর হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, মে ২৯, ২০২৩
মালিতে বাংলাদেশি শান্তিরক্ষী পুলিশের ওপর হামলা

ঢাকা: মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিটের টহল টিমের গাড়ি বহরের ওপর ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলার ঘটনা ঘটে।

রোববার (২৮ মে) মালির স্থানীয় সময় আনুমানিক সকাল সাড়ে ৯ টায় দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ব্যানএফপিইউ-২, মিনুসমা, মালির তিনজন সদস্য আহত হয় এবং পুলিশ সদস্যদের বহনকারী আর্মাড পারসোনাল ক্যারিয়ারটি (এপিসি) ক্ষতিগ্রস্ত হয়।

সোমবার (২৯ মে) রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, ব্যানএফপিইউ-২র টহল টিমটি মালির তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম সুপার ক্যাম্প থেকে আনুমানিক ১৫ কিলোমিটার দূরে গুন্দাম-তংকা-নিয়াফুংকে হাইওয়ের পাহাড় সংলগ্ন নির্জন মরুভূমির রাস্তায় পৌঁছলে এ ঘটনা ঘটে। ইতোপূর্বে এ এলাকাটিতে বেশ কয়েকটি আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

টহল ডিউটিতে নিয়োজিত পুলিশ শান্তিরক্ষীরা রাস্তার মাঝখানে একটি সন্দেহজনক গর্ত দেখতে পান। তারা কৌশলে গর্তটি অতিক্রম করার সময় আইইডিটি বিস্ফোরিত হয়। পুলিশ শান্তিরক্ষীদের বুদ্ধিমত্তা এবং তাদের বহনকারী এপিসিটি উচ্চমাত্রার বিস্ফোরণ প্রতিরোধে সক্ষম হওয়ায় তারা বড় ধরণের বিপদ থেকে রক্ষা পান।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, মে ২৯, ২০২৩
এসজেএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।