ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইয়াবাসহ যুবক আটক, সহযোগী পলাতক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, মে ৪, ২০২৩
ইয়াবাসহ যুবক আটক, সহযোগী পলাতক

বরিশাল: বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে তিন হাজার ৫৫০ পিস ইয়াবাসহ মো. মিন্টু হাওলাদার (৩০) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

তবে পালিয়ে গেছে মো. শহীদ প্যাদা (৪৫) নামে ওই যুবকের সহযোগী।

বৃহস্পতিবার (৪ মে) সকালে গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক মো. মিন্টু হাওলাদার বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের চর উত্তর ভূতেরদিয়া এলাকার নূর আলম হাওলাদারের ছেলে। আর পলাতক শহীদ প্যাদা একই এলাকার কাদের প্যাদার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল-ঢাকা মহাসড়ক সংলগ্ন টরকী বাসস্ট্যান্ডের পূর্ব পাশে অভিযান চালানো হয়।  অভিযানে মিন্টু হাওলাদারকে আটকের পাশাপাশি ৩ হাজার ৫৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। তবে মো. শহীদ প্যাদা নামে ওই যুবকের সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ঘটনায় উভয়ের নামে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, মে ৪, ২০২৩
এমএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।