ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ভুয়া পুলিশ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
যাত্রাবাড়ীতে ভুয়া পুলিশ আটক আটক ভুয়া পুলিশ

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে পুলিশ পরিচয় দেওয়া বিপ্লব হোসাইন (৩০) নামে এক প্রতারককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

মঙ্গলবার (২৫ এপ্রিল) ঢাকার যাত্রাবাড়ী থানাধীন বিবির বাগিচা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ১টি ভুয়া পুলিশ আইডি কার্ড, ১টি চাকু ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, আটক বিপ্লব বেশ কিছুদন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে পুলিশ পরিচয় দিয়ে আসছিলেন। বিভিন্ন প্রকার ভয়-ভীতি দেখিয়ে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করতেন তিনি। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
পিএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।