ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে বৈসু উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
খাগড়াছড়িতে বৈসু উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

খাগড়াছড়ি: ত্রিপুরাদের প্রধান সামাজিক উৎসব বৈসু উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (৮ এপ্রিল) সকালে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের উদ্যোগে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এতে জেলার ত্রিপুরা সম্প্রদায়ের তরুণ-তরুণীরা নিজস্ব পোশাকে র‌্যালিতে অংশ নেন। এতে সব বয়সের হাজারো নারী-পুরুষের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয় কলেজ মাঠ প্রাঙ্গণ। এ সময় ত্রিপুরাদের এতিহ্যবাহী গরয়াসহ বিভিন্ন নৃত্য পরিবেশিত হয়।  

এর আগে বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করেন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ও সংসদ সদস্য (এমপি) কুজেন্দ্র লাল ত্রিপুরা।  

এ সময় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, পৌরমেয়র নির্মলেন্দু চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৩
এডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।