ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিষ দিয়ে শিকার করা চিংড়ির শুঁটকি ফেলে পালালেন জেলেরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
বিষ দিয়ে শিকার করা চিংড়ির শুঁটকি ফেলে পালালেন জেলেরা

বাগেরহাট: সুন্দরবনে বিষ দিয়ে শিকার করা তিন বস্তা চিংড়ির শুঁটকি জব্দ করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পাশে চারাখালি খাল থেকে এ শুঁটকি জব্দ করে বনরক্ষীরা।

 

এসময় চারটি টোনাজাল ও তিনটি নৌকা আটক করা হয়। তবে বিষ দিয়ে চিংড়ি শিকারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বন বিভাগ।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসিএফ (সহকারী বন সংরক্ষক) মাহবুব হাসান বলেন, বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে অসাধু জেলেরা নৌকা, জাল ও শুঁটকি ফেলে গহীন বনে পালিয়ে যায়। তিনটি নৌকায় ছয়জন অসাধু জেলে ছিল। তাদের কাউকে ধরা সম্ভব হয়নি। তবে নৌকা থেকে তিন বস্তা শুঁটকি মাছ জব্দ করা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জব্দ শুঁটকি এবং জাল  পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ বিষয়ে বন আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।