ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

থানচি বাজারে আগুনে পুড়ে ছাই ৫০ দোকান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
থানচি বাজারে আগুনে পুড়ে ছাই ৫০ দোকান

বান্দরবান: বান্দরবানের থানচি বাজারে ভয়াবহ আগুনে প্রায় ৫০টি দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শনিবার (২৫ মার্চ) সকাল ৮টার দিকে থানচি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

বিষয়টি নিশ্চিত করে থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহা আবুল জানান, আগুনের  সংবাদ পাওয়ার পরপরই আইন-শৃঙ্খলা বাহিনী,ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও প্রায় ৫০টি দোকান ও দোকানের সব মালামাল পুড়ে গেছে।  

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের হিসাবে আগুনের ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সময় প্রয়োজন লাগবে।  

আগুন কীভাবে লেগেছে তা এখনো জানা যায়নি, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।