ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা করতেন হারুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা করতেন হারুন

নওগাঁ: বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি নিয়ে দেওয়ার প্রলোভনে ভুয়া নিয়োগপত্র দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূলহোতা হারুন উর রশিদকে আটক করেছে র‍্যাব-৫।

শনিবার (১৮ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার হারুন জেলার বদলগাছী উপজেলার জিধিরপুর গ্রামের মৃত আব্দুল জলিল মণ্ডলের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হারুন উর রশিদ বিভিন্ন সময় সাধারণ মানুষকে সেনাবাহিনীতে চাকরি নিয়ে দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। তিনি ভুয়া নিয়োগপত্র দিয়েও মানুষের কাছে টাকা নিয়েছেন। ২০২২ সালে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়ার নামে তিনি একজন প্রার্থীর কাছ থেকে ১৩ লাখ টাকা নেন এবং একটি ভুয়া নিয়োগপত্র দেন। এই পুরো বিষয়টি ভুয়া প্রমাণিত হলে ওই ভুক্তভোগী বাদী হয়ে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে অভিযোগ করেন।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫ এর একটি দল কয়েকটি ভুয়া নিয়োগপত্রসহ হরুনকে আটক করে। এ বিষয়ে তার বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছি থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।