ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
গোপালগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন

গোপালগঞ্জ: বাড়ির সীমানা বিরোধ নিয়ে চাচার হাতে ভাতিজা ইসমাইল শেখ লিওন (১৭) খুন হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ পৌর এলাকার গোবরা নিলারমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় চাচা নাহিদুল শেখকে (৩৫) আটক করেছে পুলিশ। তিনিও আহত হওয়ায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

নিহত ইসমাইল শেখ লিওন গোবরা নিলারমাঠ এলাকার ইব্রাহীম শেখের ছেলে। সে সরকারি বঙ্গবন্ধু কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল জানিয়েছেন, বসতবাড়ির সীমানার প্রাচীর নিয়ে ইব্রাহীম শেখের সঙ্গে চাচাতো ভাই নাহিদুল শেখের বিরোধ চলে আসছিল। আজ (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তারই জেরে নাহিদুল শেখ চাচাতো ভাই ইব্রাহীম শেখকে গালিগালাজ করে। ইব্রাহীম শেখের ছেলে ইসমাইল শেখ লিওন গালিগালাজ করতে নিষেধ করলে চাচা নাহিদুল শেখ তার কাছে থাকা ধারালো লোহার রড় লিওনের পেটে ঢুকিয়ে দেয়। এ সময় চাচা নাহিদুল শেখও আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।