ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আইনজীবীর শাস্তি দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আইনজীবীর শাস্তি দাবি

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষী আইনজীবীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপু‌রে বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন তারা।

 

মানববন্ধনকালে বশেমুরবিপ্রবি ভিসি একিউএম মাহবুব, শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহমেদ, অফিসার সমিতির সাধারণ সম্পাদক মিরাজ সিকদার, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদকসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ওই আইনজীবীর বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠে।  

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পাঁচুড়িয়া এলাকার সামচুল হক রোডের বাসায় এ ঘটনা ঘটে।  

ঘটনার পর ওই দিন (১০ ফেব্রুয়ারি) গভীর রাতেই বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন বাদী হয়ে অভিযুক্ত অ্যাডভোকেট আলমগীর হোসেনের (৪৫) নামে গোপালগঞ্জ সদর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
এমআরপি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।