ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

দক্ষিণখানে ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
দক্ষিণখানে ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

ঢাকা: রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ শরীফ উদ্দিন চৌধুরী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ এ তথ্য জানায়।

বিষয়টি নিশ্চিত করে অভিযানে নেতৃত্ব দেওয়া উত্তরা বিভাগের দক্ষিণখান জোনের সহকারী পুলিশ কমিশনার রাকিবা ইয়াসমিন বলেন, বুধবার (৮ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণখান থানার কসাইবাড়ী রেলগেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার করা মাদকদ্রব্যসহ শরীফ উদ্দিনকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে দক্ষিণখান থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
এজেডএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।