ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাজস্থলীতে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর নির্মাণের অগ্রগতি দেখলেন ডিসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
রাজস্থলীতে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর নির্মাণের অগ্রগতি দেখলেন ডিসি

রাঙামাটি: মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের ঘর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমান।
 
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজস্থলী উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প-৩ এর আওতায় চতুর্থ ধাপে তিনটি ইউনিয়নে নির্মাণাধীন ১৫টি নতুন ঘর তৈরির কাজ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, দুই শতাংশ জমির ওপর প্রতিটি ঘর তৈরিতে নির্ধারিত প্রাক্কলন ব্যয়, নির্মাণ উপকরণের গুণগত মান, উপকারভোগী নির্বাচন যাচাই ও ঘর তৈরির প্রতিটি ধাপ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যাতে ভূমিহীন আশ্রয়হীন উপকারভোগীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে একটি টেকসই নতুন ঘর উপহার পেয়ে পরিবার নিয়ে বসবাস করতে পারেন।  

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি ঘর তৈরিতে দুই লাখ ৮৪ হাজার ৫০০ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল ও উপজেলার ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।