ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সৌদিতে মানবপাচার, চক্রের মূলহোতাসহ আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
সৌদিতে মানবপাচার, চক্রের মূলহোতাসহ আটক ৫

ঢাকা: সৌদি আরবে মানবপাচারকারী চক্রের মূলহোতাসহ পাঁচ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টন ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন- মূলহোতা শহীদুল ইসলাম (৪৫) ও শাহিন (৩৭), সহযোগী তৈয়বা (৫৫), কাইয়ুম শাওন (৩৪) ও লিটন মিয়া (৩০)।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, আটকরা জনশক্তি রপ্তানির কোনো বৈধ লাইসেন্স না থাকা স্বত্ত্বেও সৌদি আরবে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। একপর্যায়ে তাদের সৌদি পাঠিয়ে জিম্মি করে শারীরিক ও মানসিক নির্যাতন করে মুক্তিপণের জন্য অর্থ দাবি করে।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৩
পিএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।