ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ট্রান্সমিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
ট্রান্সমিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সিলেট: সিলেটের সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ এলাকায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরশ আলী ফকির (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার কলাবাড়ি গ্রামে এ ঘটনায় ঘটে।

নিহত আরশ আলী ফকির উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ডাকঘর গ্রামের বতুল্লাহ মিয়ার বড় ছেলে।  

স্থানীয় সূত্র জানায়, উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কলাবাড়ি গ্রামের উদয়ন স্টোন ক্রাশার মিলের ৩টি ট্রান্সফরমার ছিল। রাতে ট্রান্সমিটার চুরি করে নামাতে শুরু করে। একটা ট্রান্সফরমার নিচে নামানোর পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরশ আলী ফকিরের মৃত্যু হয়। পরে বুধবার সকালে স্থানীয়রা খুঁটির নিচে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।  

খবর পেয়ে পুলিশ এসে ঝলসে যাওয়া মরদেহ ও ট্রান্সফরমারসহ চুরির কাজে ব্যবহৃত রশি উদ্ধার করে।  

নিহতের ভাই আরশ আলীর ভাই মিসবাহ বলেন, মঙ্গলবার এশার নামাজের পর আমার ভাইকে ফোন করে নিয়ে যায়। তারপর আর তিনি বাড়িতে যায়নি। সকালে শুনতে পাই তার মরদেহ পাওয়া গেছে।

সিলেট কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এনইউ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।