ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টুঙ্গিপাড়ায় অসহায় শীতার্তদের মধ্যে সেনাবাহিনীর সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
টুঙ্গিপাড়ায় অসহায় শীতার্তদের মধ্যে সেনাবাহিনীর সহায়তা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অসহায় শীতার্ত ও দুস্থ মানুষের মধ্যে ২ হাজার শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনা প্রধানের পক্ষে এ সহায়তা দেওয়া হয়।

 

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরের দিকে যশোর এরিয়ার জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডারের তত্ত্বাবধানে সরকারি জিটি স্কুল মাঠে অসহায় ও দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহাবুবুর রশীদ।

এ সময় যশোর সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।