ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হয়তো ভালো কোথাও আমাকে দেখতে পারেন: কবির বিন আনোয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
হয়তো ভালো কোথাও আমাকে দেখতে পারেন: কবির বিন আনোয়ার ফাইল ছবি

ঢাকা: ‘আজ আমার সরকারি চাকরির মেয়াদ শেষ হয়েছে। পরবর্তীতে হয়তো অন্য কোনো ভালো জায়গায়ও আমাকে দেখতে পারেন’- এমনটি জানিয়েছেন বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

মঙ্গলবার (৩ জানুয়ারি) শেষ দিনে অফিসে ঢোকার পথে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার বলেন, আজ আমার সরকারি চাকরির মেয়াদ শেষ হয়েছে। এটা রুটিনমাফিক পদ্ধতি। এক্সটেনশন হওয়াটা একটা প্রিভিলাইজের বিষয়। এখন যেটা হয়েছে এটাই স্বাভাবিক ছিল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বুঝে-শুনেই সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের প্রতি আমার সম্মান রয়েছে। তবে, পরবর্তীতে হয়তো অন্য কোনো ভালো জায়গায়ও আমাকে দেখতে পারেন।

নির্দিষ্ট কোনো অভিযোগের কারণে আপনি এক্সটেনশন পেলেন না, এই কথার সত্যতা নিয়ে প্রশ্ন করলে কিছু বলতে রাজি হননি তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২২
জিসিজি/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।