গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ থেকে শেখা পদ্ধতি অধিকৃত পশ্চিম তীরে ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী। দেশটির প্রতিরক্ষামন্ত্রী এমনটি বলেছেন।
গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তৎপরতা বেড়েছে। সেখানকার জেনিনে এরইমধ্যে দশের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। বাসিন্দাদের শরণার্থীদের শিবিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, জেনিনে চলমান অভিযান তৃতীয় দিনে প্রবেশ করতে যাচ্ছে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল সামরিক কৌশলে একটি বড় পরিবর্তন এনেছে। তিনি এটিকে ‘গাজায় বারবার চালানো অভিযানের পদ্ধতি থেকে নেওয়া প্রথম পাঠ’ বলে উল্লেখ করেন।
জেনিনে অভিযান নিয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র। মঙ্গলবার অভিযানটি শুরু হয়। গত দুই বছরের মধ্যে এটি জেনিনে ইসরায়েলি বাহিনীর তৃতীয় বৃহৎ আক্রমণ।
জেনিন দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের কয়েক দশকের সামরিক দখলদারত্বের বিরুদ্ধে প্রতিরোধের কেন্দ্র হিসেবে পরিচিত। সেখানকার শরণার্থী শিবিরের বাসিন্দারা বুধবার দিনভর নিরবচ্ছিন্ন গুলির শব্দ এবং বিস্ফোরণের কথা জানান। ফিলিস্তিনি স্বাস্থ্য বিভাগ জানায়, শিবিরে অন্তত চারজন আহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
আরএইচ