হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহ ও হাশেম সাফিউদ্দিনের আনুষ্ঠানিক জানাজা আজ বৈরুতের ক্যামিল চামুন স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
লেবাননের সরকারি সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, জানাজার মিছিল পবিত্র মাজার সড়কের দিকে এগিয়ে যাবে, যেখানে তাকে সমাধিস্ত করা হবে।
২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর, ইসরায়েল বৈরুতের দক্ষিণাঞ্চলে একাধিক বিমান হামলা চালায়, যেখানে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হন। এর মাত্র কয়েকদিন পর, ৩ অক্টোবর, হাশেম সাফিউদ্দিনকেও লক্ষ্য করে হত্যা করা হয়।
তাদের দু’জনের মরদেহ প্রথমে গোপন স্থানে দাফন করা হয়েছিল, যাতে নিরাপত্তা ঝুঁকি এড়ানো যায়। তবে চলতি মাসের শুরুর দিকে আনুষ্ঠানিকভাবে জানাজার আয়োজনের ঘোষণা দেওয়া হয়।
জানাজা ঘিরে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। লেবাননের সেনাবাহিনী অনুষ্ঠানস্থলের আশপাশের রাস্তার নিয়ন্ত্রণ নিয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে।
অনুষ্ঠানে লেবাননের সংসদের স্পিকার নাবিহ বেরি ও প্রধানমন্ত্রী নাওয়াফ সালামের প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। এছাড়া, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি-ও অংশগ্রহণ করতে পারেন বলে আশা করা হচ্ছে।
গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ক্রস-বর্ডার সংঘর্ষ ব্যাপক মাত্রা নেয় এবং পরিস্থিতি পুরোপুরি যুদ্ধে রূপ নেয়। তবে, ২৭ নভেম্বর উভয় পক্ষের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর হয়, যা তখনকার উত্তপ্ত পরিস্থিতি কিছুটা শান্ত করে।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩,২০২৫
এমএম