ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শপথ নিয়ে ট্রাম্প বললেন ‘ভবিষ্যৎ আমাদের’

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
শপথ নিয়ে ট্রাম্প বললেন ‘ভবিষ্যৎ আমাদের’ ডোনাল্ড ট্রাম্প

প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে নিজের রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রসঙ্গ টেনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন নাগরিকরা তাদের মত প্রকাশ করেছেন।

তিনি বলেন, অসম্ভব বলে কিছু বিশ্বাস করা কখনো উচিত নয়, এর প্রমাণ হিসেবেই আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি।

অসম্ভবকে সম্ভব করার কাজটাই আমরা আমেরিকায় সবচেয়ে ভালো পারি।  

যুক্তরাষ্ট্রকে পরাজিত করা বা ভয় দেখানো যাবে না, বলেন ট্রাম্প।

তিনি বলেন, আমরা ব্যর্থ হবো না। এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র মুক্ত, সার্বভৌম ও স্বাধীন। ভবিষ্যৎ আমাদের এবং আমাদের স্বর্ণযুগ এখন থেকে শুরু হয়েছে।

মহাকাশেও যুক্তরাষ্ট্রের আধিপত্য বজায় থাকবে বলে জানান নতুন প্রেসিডেন্ট। তিনি বলেন, মার্কিন নভোচারীরা মঙ্গল গ্রহে গিয়ে বিজয়ের নতুন ইতিহাস রচনা করবেন।

সোমবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ভেতরে ক্যাপিটল রোটান্ডায় তিনি শপথ নেন।

এই শপথ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। ছিলেন গত নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিসও।

বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।