ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিজেদের নামে ক্রিপ্টোকারেন্সি চালু করলেন ট্রাম্প-মেলানিয়া

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
নিজেদের নামে ক্রিপ্টোকারেন্সি চালু করলেন ট্রাম্প-মেলানিয়া মেলানিয়া ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথের আগেই নিজের নামে ক্রিপ্টোকারেন্সি ($ট্রাম্প) চালু করেছেন। ফার্স্ট লেডি হতে যাওয়া তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পও নিজের নামে ক্রিপ্টোকারেন্সি চালু করেছেন।

সোমবার যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর প্রস্তুতি নেওয়ার আগেই তিনি একটি মিম কয়েন প্রকাশ করেন। দুটি মুদ্রারই দাম বেড়েছে, তবে লেনদেনে অস্থিরতা লক্ষ্য করা গেছে।

অন্যদিকে রোববার মেলানিয়া এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) মিম কয়েন প্রকাশ করে জানান, এখন থেকে তার নামে চালু হওয়া মুদ্রা ($মেলানিয়া) কেনা যাবে। মেলানিয়ার নামে চালু হওয়া মুদ্রাটির ওয়েবসাইটে বলা হয়েছে, এটি একটি ক্রিপ্টো অ্যাসেট, যা সোলানা ব্লকচেইনে তৈরি এবং ট্র্যাক করা হয়।

মিম কয়েন সাধারণত কোনো ভাইরাল ইন্টারনেট ট্রেন্ড বা কোনো আন্দোলনকে জনপ্রিয় করতে ব্যবহৃত হয়। তবে এগুলোর নিজস্ব কোনো মূল্য নেই এবং সেগুলো অত্যন্ত অনিশ্চিত বিনিয়োগ।

ট্রাম্প ও মেলানিয়ার দুই মুদ্রার ওয়েবসাইটেই বলা হয়েছে, এই মুদ্রা কোনো বিনিয়োগের সুযোগ বা নিরাপত্তার বিষয় নয় এবং এটি কোনো রাজনৈতিক প্রচারণা, রাজনৈতিক পদ বা সরকারি সংস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।  

ট্রাম্প এর আগে ক্রিপ্টোকারেন্সিকে স্ক্যাম বলেছিলেন। তবে ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময়ে প্রথম প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তিনি ক্রিপ্টোকারেন্সি অনুদান নেন।  কয়েনমার্কেটক্যাপ ওয়েবসাইট অনুযায়ী, ট্রাম্পের মুদ্রার বর্তমান বাজারমূল্য প্রায় ৮ দশমিক ৭ বিলিয়ন ডলার, আর মেলানিয়ার মুদ্রার বাজারমূল্য প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন ডলার।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।