ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল  

গাজায় বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম দিনে ইসরায়েলি তিন নারী বন্দিকে মুক্তি দেওয়ার পর নিজেদের কারাগার থেকে ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে এ দফায় ইসরায়েলি কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত সকলেই নারী ও শিশু।

মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে রয়েছে খালিদা জারার নামের একজন রাজনীতিবিদ। তিনি অধিকৃত পশ্চিম তীরে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি) এর নেতা।  ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রকাশ্যে বিবৃতি দিয়ে ‘উস্কানি’সহ অন্যান্য অভিযোগে একাধিকবার ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে বন্দি হয়েছিলেন জারার।

তাছাড়া মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের শিশুদের মধ্যে কয়েকজনকে ইসরায়েলি সৈন্যদের দিকে ঢিল ছোঁড়ার জন্য অনির্দিষ্টকালের জন্য কারারুদ্ধ করা হয়েছিল।

ইসরায়েলের জেল সার্ভিস ৯০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে রোববার যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘণ্টা পরে হামাস রেড ক্রসের কাছে তিন ইসরায়েলি বন্দিকে তুলে দেয়। পরে তাদেরকে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।  

হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিজন ইসরায়েলি বন্দির মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ৩০ জন করে ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে।

ফিলিস্তিনি একাধিক সংস্থার তথ্য অনুসারে, বর্তমানে দখলকৃত পশ্চিম তীরের ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে বন্দি রয়েছেন। তবে চলমান গাজা যুদ্ধ শুরুর পর থেকে এই উপত্যকা থেকে ঠিক কত ফিলিস্তিনিকে আটক করা হয়েছে তাএ নিশ্চিত কোনো পরিসংখ্যান নেই।

বাংলাদেশ সময়: ০৯০৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।