ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের উত্তরাখণ্ডে বাস খাদে পড়ে নিহত ৩৬ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
ভারতের উত্তরাখণ্ডে বাস খাদে পড়ে নিহত ৩৬ 

ভারতের উত্তরাখণ্ডে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ৩৬ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন।

সোমবার (৪ নভেম্বর) আলমোড়া জেলার মার্চুলার কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

 আলমোড়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বিনীত পাল ওই সংবাদমাধ্যমকে আরও জানিয়েছে, কমপক্ষে ২০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আরও কয়েকজন আহতকে চিকিৎসার জন্য কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় গ্রামবাসীরা এখনো ধ্বংসস্তূপে আটকে পড়া যাত্রীদের খুঁজে বের করতে উদ্ধার কর্মীদের সহায়তা করছে।

ওই কর্মকর্তা আরও জানান, পাউরি গাড়ওয়াল জেলার নৈনি ডান্ডা থেকে নৈনিতাল জেলার রামনগর যাচ্ছিল বাসটি। সারদ বেন্ডের কাছে সকাল ৭টার দিকে এটি নিয়ন্ত্রণ হারিয়ে গীত জাগির নদীর তীরে একটি খাদে পড়ে যায়।

স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ), স্থানীয় পুলিশ এবং মেডিকেল টিমসহ জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে গেছে। আলমোড়ার এসএসপি এবং বিপর্যয় মোকাবিলার কর্মকর্তারা উদ্ধার কাজ তদারকি করছেন।  

বেঁচে যাওয়া ব্যক্তিরা জানান, যখন ৪২সিটের এ বাসটি পড়ে যায়, তখন যাত্রীরা ধাক্কায় ছিটকে পড়েছিল, অনেকে বাস থেকে বের হতে সক্ষম হয়।  

যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। গাড়ওয়াল মোটর ওনার্স ইউনিয়ন লিমিটেড দুর্ঘটনার শিকার হওয়া বাসটির মালিক।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।