দীর্ঘ ২৭ বছর পর দিল্লি দখল করতে চলেছে বিজেপি। আজ শনিবার বেলা ১১টা পর্যন্ত ভোট গণনার গতি–প্রকৃতি সেই ইঙ্গিত দিচ্ছে।
এনডিটিভি, ইন্ডিয়া টুডেসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, বিজেপি প্রার্থী পরবেশ বর্মার কাছে ৩ হাজার ১৮২ ভোটের ব্যবধানে হেরে গেছেন কেজরিওয়াল। অন্যদিকে প্রায় ৬০০ ভোটে বিজেপি প্রার্থী তরবিন্দর সিংয়ের কাছে হেরে গেছে সিসোদিয়া।
দুই হেভিওয়েট প্রার্থী হেরে গেলেও আপ-এর কিছুটা মুখরক্ষা করেছেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশি মারলেনা। কালকাজিতে প্রায় ৪ হাজার ভোটে জিতেছেন তিনি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লির আসনে ২০১৩ সাল থেকে জয় পেয়ে আসছিলেন কেজরিওয়াল। এই আসনে কংগ্রেসের সন্দীপ দীক্ষিত তৃতীয় হয়েছেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দিল্লি বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৪৮টিতে এগিয়ে রয়েছে বিজেপি। আর ২২টিতে এগিয়ে আছে আম আদমি পার্টি। অপরদিকে কংগ্রেসের ভরাডুবি হতে যাচ্ছে। কোনো আসনেই জয়ের দেখা নেই ভারতের প্রধান বিরোধী দলের।
এখন পর্যন্ত পাওয়া খবরে, বড় জয়ের পথে বিজেপি।
১৯৯৮ সালে শেষ বার দিল্লির মসনদে ছিল বিজেপি (ভারতীয় জনতা পার্টি)। দিল্লিতে দলটির শেষ মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। তারপর থেকে দিল্লির ক্ষমতা দখলে নেয় কংগ্রেস। ২০১৩ সালে প্রথমবার ক্ষমতায় আসে আম আদমি পার্টি (আপ)।
সে হিসেবে দীর্ঘ ২৭ বছর পর দিল্লি জয়ের সুবাস পাচ্ছে বিজেপি।
আরও পড়ুন>>২৭ বছর পর দিল্লি জয়ের সুবাস পাচ্ছে বিজেপি
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৫
এসএএইচ