ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ভারত

৬ বাংলাদেশি অনুপ্রবেশকারী, ভারতীয় ৩ দালাল আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
৬ বাংলাদেশি অনুপ্রবেশকারী, ভারতীয় ৩ দালাল আটক

আগরতলা (ত্রিপুরা): গত ২৪ ঘণ্টায় আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ছয় বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাদের অনুপ্রবেশে সহায়তাকারী তিন দালালকেও আটক করা হয়েছে।

আগরতলা রেলস্টেশনের জিআরপি থানার ওসি তাপস দাস সংবাদমাধ্যমকে জানান, শুক্রবার গোপন খবরের ভিত্তিতে চার বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

তাদের মধ্যে তিনজন নারী এবং একজন পুরুষ। তাদের নাম দেবানন্দ দাশ (৫৫), শেফালী দাস (৪৯), যশ্মি বালা দাস (১৮), গোলাপি দাস (১৯)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, তাদের বাড়ি বাংলাদেশের কক্সবাজার জেলায়।

সেইসঙ্গে দুইজন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। এর মধ্যে একজন পুরুষ এবং আরেকজন নারী। তারা হলেন অর্জুন দাস (৬০) ও ইরানি দাস (২৭)। তাদের বাড়ি যথাক্রমে পশ্চিমবঙ্গের বাঁকুড়া ও চব্বিশ পরগনা জেলায়।

ওসি আরও জানান বাংলাদেশি অনুপ্রবেশকারীরা জিজ্ঞাসাবাদে জানান, যাবে তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন। ট্রেনে করে কলকাতায় যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। এই কাজে তাদের সহযোগিতা করছিলেন সঙ্গে থাকা ভারতের দুই দালাল।  

জিআরপি থানার অফিসারদের টিম তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। আরও অনেকে আটক হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে আরও দুই বাংলাদেশি নাগরিক আটক হয়েছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও অপরজন নারী। তাদের নাম যথাক্রমে রুবেল দাস (২৬), অপি রানী দাস (২২)। ওই নারীর কোলে তিন বছরের এক শিশুও ছিল। তাদের বাড়ি চট্টগ্রাম এলাকায়।  

তাদের সঙ্গে ভারতীয় এক দালালকেও আটক করা হয়, তার নাম প্রদীপ দাস (৩৯) তার বাড়ির দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এলাকায়। সবার বিরুদ্ধে তদন্ত চলছে।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
এসসিএন/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।