ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ফিলিস্তিনের সমর্থনে আগরতলায় বিক্ষোভ মিছিল-সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৩
ফিলিস্তিনের সমর্থনে আগরতলায় বিক্ষোভ মিছিল-সভা

আগরতলা (ত্রিপুরা): ইসরায়েল অবিলম্বে ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধ করুক দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায়।  

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে আগরতলায় পাঁচটি বামপন্থী সংগঠন যৌথভাবে এ মিছিল ও সভার আয়োজন করে।

 

দলগুলো হলো -  সিপিআই(এম), সিপিআই, আর এস পি, এআইফবি, সিপিআই(এমএল)।

এ বামপন্থী মিছিলটি আগরতলার মেলার মাঠ এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা ঘুরে প্যারাডাইস চৌমুহনীতে এসে শেষ হয়। মিছিলে অংশ নেন ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী তথা সিপিআই(এম) পলিট ব্যুরোর সদস্য মানিক সরকারসহ অন্যান্য নেতারা।  

মিছিল শেষে আগরতলার প্যারাডাইস চৌমুনিতে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় নিজের বক্তব্যে সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, গাজায় ইসরায়েলি বাহিনীর আক্রমণের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তা বন্ধ করার দাবি জানাই।  

বুদ্ধিজীবী মহলের প্রতি আহ্বান রেখে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, নভেম্বর ৯ , ২০২৩
এসসিএন/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।