ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

ভারত

আগরতলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
আগরতলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত  

আগরতলা (ত্রিপুরা): বাংলাদেশ ও বিশ্বের নানা দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের সঙ্গে তাল মিলিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানীর আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন করা হয়।  

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে আগরতলার কুঞ্জবন এলাকার সহকারী হাই কমিশন অফিস প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

এরপর অফিস প্রাঙ্গণে অস্থায়ীভাবে নির্মিত ভাষা শহীদ মিনারে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সকলে।  

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারী হাই কমিশনার আরিফ মোহম্মদ, প্রথম সচিব মো. আল মাসসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। উপস্থিত সাংবাদিকরাও ফুলের তোড়া দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান।  

এদিনের কর্মসূচি সম্পর্কে সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ সংবাদমাধ্যমকে বলেন, নিজের মাতৃভাষার স্বীকৃতির জন্য প্রথমে আওয়াজ বাংলাদেশ থেকে শুরু হয়েছিল। কিন্তু এখন ২১ ফেব্রুয়ারি দিনটি সারা বিশ্বব্যাপী স্বীকৃত। বিশ্বের নানা প্রান্তের মানুষ নিজ নিজ ভাষায় কথা বলতে ও লিখতে পারছেন।  

বাংলাদেশের মাতৃভাষা আন্দোলনে ত্রিপুরা রাজ্যেরও অবদান ছিল বলেও জানান তিনি। সেইসঙ্গে আরিফ মোহাম্মদ আরো বলেন, আগরতলা সহকারী হাই কমিশন প্রাঙ্গণে যে অস্থায়ী ভাষা শহীদ মিনার নির্মিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, এই শহীদ মিনারটি সকল অংশের মানুষের জন্য উন্মুক্ত থাকবে। যে কেউ এসে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন।  

পরবর্তী পর্বে বিকেলবেলা ভাষা শহীদ দিবস উপলক্ষে কিছু কার্যক্রম নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ত্রিপুরা সরকারের উদ্যোগও রাজধানীর আগরতলাসহ রাজ্যের বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
এসসিএন/এসএএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।