ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

ফুটবল

এসি মিলানে আর্জেন্টাইন মিডফিল্ডার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
এসি মিলানে আর্জেন্টাইন মিডফিল্ডার ছবি: সংগৃহীত

ঢাকা: ইতালিয়ান লিগে ফিরলেন আর্জেন্টাইন মিডফিল্ডার জোসে সোসা। বায়ার্ন মিউনিখ, নাপোলি, অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে খেলা এ মিডফিল্ডারের সঙ্গে দু’বছরের চুক্তি সম্পন্ন করেছে এসি মিলান।

গত মৌসুমে তুরস্কের ক্লাব বেসিকতাসের হয়ে ঘরোয়া লিগ জেতা সোসা ৭.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে সান সিরোতে পা রাখেন। নিজেদের অফিসিয়াল টুইটার পেজে ৩১ বছর বয়সী এ প্লে-মেকারকে এসি মিলানে স্বাগত জানিয়েছে ইতালিয়ান জায়ান্টরা।

২০১৬-১৭ মৌসুম সামনে রেখে এরই মধ্যে প্যারাগুয়ের সেন্টার ব্যাক গুস্তাভো গোমেজ, ইতালিয়ান ফরোয়ার্ড জিয়ানলুকা লাপাদুলা ও সোসার স্বদেশী লেফট ব্যাট লিওনেল ভানজিওনিকে দলে ভিড়িয়েছে এসি মিলান।

‍আর্জেন্টিনা দলে অবশ্য নিয়মিত নন সোসা। ২০০৭ সালে মেক্সিকোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অভিষেক হয় তার। এখন পর্যন্ত জাতীয় দলের জার্সি গায়ে মাত্র ১৯টি ম্যাচ খেলেছেন। গোল করেন ১টি।

প্রসঙ্গত, আগামী রোববার (২১ আগস্ট) তুরিনোর বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের (সবশেষ ২০১০-১১) মিশন শুরু করবে ১৮ বারের চ্যাম্পিয়ন এসি মিলান। সান সিরো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় খেলা শুরু হবে। এ ম্যাচেই সিরি আ’তে প্রত্যাবর্তন হতে পারে সোসার।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।