ঢাকা, রবিবার, ১৮ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

ফুটবল

ফিরছে কোটি টাকার সুপার কাপ, স্বাধীনতা কাপে খেলবেন শুধু দেশি ফুটবলাররা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৫
ফিরছে কোটি টাকার সুপার কাপ, স্বাধীনতা কাপে খেলবেন শুধু দেশি ফুটবলাররা

দেশের ফুটবলে এই মৌসুম থেকেই আবারও চালু হওয়ার কথা ছিল কোটি টাকার সুপার কাপ। তবে দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে এবার আয়োজিত হয়নি।

তবে আগামী মৌসুম থেকে কোটি টাকার সুপার কাপসহ মোট পাঁচটি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশেনর প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটি।  

বাফুফে ভবনে আজ এই কমিটির সভা আয়োজিত হয়েছে। সভা শেষে কমিটির সভাপতি ইমরুল হাসান এই তথ্য জানিয়েছেন। এছাড়া আগামী মৌসুমে আয়োজিত হবে স্বাধীনতা কাপও। সেখানে শুধু বাংলাদেশের ফুটবলাররাই অংশ নিতে পারবে। দেশীয় ফুটবলারদের মান উন্নয়নে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।  

প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে নতুন মৌসুমে চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, সুপার কাপ ও সবশেষে শুধু স্থানীয় ফুটবলারদের নিয়ে হবে স্বাধীনতা কাপ। লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, 'আমরা আগামী মৌসুমের খসড়া সূচি তৈরি করেছি। ১ জুন দলবদল দিয়ে শুরু হবে নতুন মৌসুম। আমরা পাঁচটি টুর্নামেন্ট করবো। স্বাধীনতা কাপ শুধু স্থানীয়দের নিয়ে করার সিদ্ধান্তের কারণ, ক্লাবগুলো যাতে বিদেশি ছেড়ে দিয়ে খেলতে পারে। তাতে, তাদের ক্যাম্প পরিচালনা করতে সুবিধা হবে। কোটি টাকার টুর্নামেন্ট হিসেবে পরিচিত সুপার কাপ কোন ফরম্যাটে ফিরবে, তা সিদ্ধান্ত হয়নি। ইমরুল হাসান জানিয়েছেন, প্রিমিয়ার লিগের শীর্ষ চার বা ছয় দল নিয়ে হবে সুপার কাপ। '

বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন ২০০৯ সালে কোটি টাকার টুর্নামেন্ট সুপার কাপ আয়োজন করে চমক দিয়েছিলেন। সেটা ছিল ফুটবলের নবজাগরণের একটি অংশ। ২০১১ ও ২০১৩ সালের পর এই টুর্নামেন্ট আর আয়োজন হয়নি। সুপার কাপ মানেই কোটি টাকার আকর্ষণ। এবার প্রাইজমানি কত হবে ঠিক করেনি, তবে ইমরুল হাসান বলেছেন কোটি টাকার কম হবে না।

এছাড়া স্বাধীনতা কাপ হবে শুধু মাত্র স্থানীয়দের নিয়ে, মৌসুমের শেষ ভাগে। লিগ শেষ হলে মাঠে গড়াবে এই আসর। ইমরুল হাসান বলেন, 'এবারের মতো আগামী মৌসুমের উদ্বোধনও চ্যালেঞ্জ কাপ (লিগ ও ফেডারেশন কাপ সেরা) দিয়ে হবে। এরপর লিগের মাঝে মাঝে চলবে ফেডারেশন কাপ। দুই লেগের মাঝ খানে সুপার কাপ এবং সবার শেষে শুধু স্থানীয় ফুটবলারদের দিয়ে স্বাধীনতা কাপ টুর্নামেন্ট। ’

স্বাধীনতা কাপ টুর্নামেন্ট মৌসুমের একেবারে শেষ করার কারণ হিসেবে ইরুল হাসান বলেন, 'মৌসুমের শুরুতে ক্লাবগুলো বিদেশি খেলোয়াড় আনবে। বিদেশি খেলোয়াড় বসিয়ে রেখে কোনো ক্লাবই টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না। লিগের পর বিদেশি খেলোয়াড় চলে গেলে তখন শুধু দেশিদের নিয়ে স্বাধীনতা কাপ হবে। ’

আগামী মৌসুমে খেলোয়াড় নিবন্ধন ও বিদেশি খেলোয়াড় ব্যবহারে খানিকটা পরিবর্তন আসবে। এএফসি’র নির্দেশনা অনুযায়ী ৩৫ জন নিবন্ধিত ফুটবলারের মধ্যে ১০ জন অনুর্ধ্ব-২৩ হতে হবে। বাফুফের লিগ কমিটি সেটার পাশাপাশি ২৩ জনের স্কোয়াডে তিন জন এবং একাদশে অন্তত একজন খেলানোর সিদ্ধান্ত নিয়েছে।  

কয়েক মাস আগে অনূর্ধ্ব-১৮ খেলোয়াড় একাদশে খেলানো বাধ্যতামূলক সিদ্ধান্ত নিলেও নির্বাহী কমিটির সভায় সেটা বাতিল হয়। এশিয়ান ফুটবল কনফেডারেশন ক্লাব পর্যায়ের আন্তর্জাতিক প্রতিযোগিতায় এশিয়ান কোটায় একজন খেলানোর বাধ্যতা উঠিয়ে নিয়েছে। বাংলাদেশেও আগামীতে এই কোটা থাকছে না। ৬ জনের মধ্যে যে কোনো মহাদেশের চার জন খেলোয়াড় খেলাতে পারবে।

এছাড়া সভায় চলমান ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালের ভেন্যু হিসেবে ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামকে নির্ধারণ করা হয়েছে। কোয়ালিফিকেশন রাউন্ডের প্রথম দুই ম্যাচ ভিন্ন ভিন্ন দিনের পরিবর্তে একদিন ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব ২১ ফেব্রুয়ারি। সভায় ১১টি দলকে এবার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলার জন্য চূড়ান্ত করা হয়েছে। এক সময়ের দাপুটে ক্লাব বিআরটিসি প্রথমবারের মতো পেশাদার লিগের দ্বিতীয় স্তরে খেলবে।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৫
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।