ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন নারী ফুটবল দলের অন্যতম সদস্য মাতসুশিমা সুমাইয়া। গত কয়েকদিনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নারী ফুটবলাররা বুলিংয়ের শিকার হচ্ছেন।
অনেককেই সহ্য করতে হচ্ছে কুরুচিপূর্ণ মন্তব্য। ব্যতিক্রম হয়নি সুমাইয়ার ক্ষেত্রেও। ধর্ষণ ও হত্যার হুমকি পেয়েছেন বলে স্ট্যাটাসে উল্লেখ করেছেন জাপানিজ ফুটবলার নামে পরিচিত সুমাইয়া।
ফেসবুকে আজ (মঙ্গলবার) বিকেল সাড়ে তিনটার দিকে সুমাইয়া লেখেন, আমি আমার বাবা-মায়ের সঙ্গে ফুটবল খেলার জন্য রীতিমতো যুদ্ধ করেছি এই বিশ্বাসে যে দেশ আমার পাশে থাকবে। কিন্তু বাস্তবতা ভিন্ন।
তিনি লেখেন, কেউই একজন খেলোয়াড়ের মানসিক স্বাস্থ্যের কথা সত্যিই চিন্তা করে না। আমিসহ সতীর্থরা যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি, সেই সম্পর্কে ইংরেজিতে একটি চিঠি লেখার ন্যূনতম সক্ষমতা আমার আছে। '
তিনি আরও লেখেন, গত কয়েকদিন ধরে, আমি অসংখ্য মৃত্যু ও ধর্ষণের হুমকি পেয়েছি- কিছু কথা আমাকে এমনভাবে ভেঙে দিয়েছে, যা আমি কখনও কল্পনাও করিনি।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৫
এআর