ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রেডিসনের ইফতার বাজারে বিশেষ খাবারের আয়োজন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ২, ২০২৫
রেডিসনের ইফতার বাজারে বিশেষ খাবারের আয়োজন রেডিসনের ইফতার বাজার। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: পবিত্র রমজান উপলক্ষে নগরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ আয়োজন করেছে এক বিশেষ ইফতার বাজার।  

রোববার (২ মার্চ) এ ইফতার বাজারের উদ্বোধন করেন রেডিসন ব্লু'র চিফ এক্সিকিউটিভ অফিসার ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মোহাম্মদ আলী।

এই আয়োজনের লবি ও লেভেল-৩ এর Xchange রেস্টুরেন্টের সাজসজ্জার স্পনসর হিসেবে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড।

প্রতিদিনের ইফতার বাজারে থাকছে বিভিন্ন সুস্বাদু হট আইটেম, যার মধ্যে রয়েছে- চিকেন চাপ, ফ্রাইড ফিশ কাটলেট, বিফ আখনি, মাটন তেহারি, ফ্রাইড ফালাফেল, ল্যাম্ব আদানা কাবাব, মাটন, বিফ ও চিকেন হালিম সহ থাকছে আরও অনেক আইটেম।

এছাড়াও ডেজার্ট আইটেমের মধ্যে থাকছে বাকলাভা, গুলাব জামুন, রেশমি জিলাপি এবং আরও অনেক মজাদার মিষ্টান্ন। আরবীয় মিষ্টির মধ্যে থাকছে বাসবুসা, কুনাফা ও বালাল এল শাম।

এই ইফতার বাজার প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এবং রমজানের শেষ দিন পর্যন্ত উন্মুক্ত থাকবে।

এছাড়াও থাকছে এক্সক্লুসিভ "বাই ১ গেট ১" ও "বাই ১ গেট ৩" অফার, যা নির্দিষ্ট ব্যাংকের কার্ডধারীরা উপভোগ করতে পারবেন ইফতার শেষে ডিনার বাফেতে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ২, ২০২৫
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।