চট্টগ্রাম: বোয়ালখালীতে ভাড়া বাসা থেকে রোজী আক্তার (২৭) নামের গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২ মার্চ) দিবাগত রাতে পৌরসভার পশ্চিম গোমদণ্ডী জমাদার হাট এলাকার একটি ভবনের ৪র্থ তলায় ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রোজী আক্তার পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সবুর মার্কেট এলাকার মহিবুল আবছারের স্ত্রী।
বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান বাংলানিউজকে বলেন, ভাড়া বাসা থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় রোজী আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৫
বিই/টিসি