ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশে জাতীয় ভোটার দিবসের র‍্যালি ও সভা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, মার্চ ২, ২০২৫
চন্দনাইশে জাতীয় ভোটার দিবসের র‍্যালি ও সভা  ...

চট্টগ্রাম: ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে চন্দনাইশে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে।  

রোববার  (২ মার্চ) সকাল ১১টার দিকে এ উপলক্ষ্যে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদের কনফারেন্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন।

 

সভায় নির্দেশনামূলক বক্তব্য দেন চন্দনাইশ উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক।  

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মার্চ ০২, ২০২৫ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।