ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইয়াবা ও বিয়ারসহ চার মাদক কারবারি র‍্যাবের জালে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
ইয়াবা ও বিয়ারসহ চার মাদক কারবারি র‍্যাবের জালে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি।

চট্টগ্রাম: নগরের পতেঙ্গা ও সাতকানিয়া উপজেলায় অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে  র‍্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রায় দেড় হাজার ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

পরে আসামিদের পতেঙ্গা ও সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।  

বুধবার (২৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানান র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।

গ্রেপ্তার আসামিরা হলেন- মো. আরফিল ইসলাম (২১),  মো. আবু তালেব (৪২), নুর বাহার (৬২) ও রোকিয়া বিবি (২১)।  

র‍্যাব জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পতেঙ্গার নেভাল একাডেমি এলাকায় অভিযান চালিয়ে দুই যুবকের কাছ থেকে ১ হাজার ৪৯৫ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এসব বিয়ার ১৫টি প্লাস্টিকের বস্তার মধ্যে বিশেষ কায়দায় লুকানো ছিল।  

অন্যদিকে, একইদিন রাত ১১টার দিকে সাতকানিয়া থানার দক্ষিণ ঢেমশা এলাকার একটি একতলা ভবনে অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। ইয়াবাগুলো বাড়ির গোয়ালঘরের রাখা বালুর স্তূপে কালো পলিথিনে মোড়ানো ছিল।  

র‌্যাব জানায়, গ্রেপ্তার আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সুকৌশলে ইয়াবা এবং বিয়ার টেকনাফ এবং কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে সংগ্রহ করে জেলা এবং নগরের বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বেশি দামে বিক্রি করে আসছিল। এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩৩ লাখ টাকা। আসামিদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য আলামতসহ পতেঙ্গা এবং সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।