ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বহদ্দারহাটে চার ছিনতাইকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
বহদ্দারহাটে চার ছিনতাইকারী আটক গ্রেফতার চার ছিনতাইকারী।

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ।  

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে তাদের আটক করা হয়েছে।

 

আটকৃতরা হলেন- ফখরুল ইসলাম (৩০), মো. শাহীন (১৯), মো. মানিক প্রকাশ রিয়াদ (২৮) ও মো. জাহাঙ্গীর (৩৬)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বাংলানিউজকে বলেন, ছিনতাইয়ের অভিযোগে গত ১৮ ফেব্রুয়ারির একটি মামলা হয়েছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ছিনতাইয়ের কথা স্বীকার করে। দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।