ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ডাকাতের ছুরিকাঘাতে পুলিশের দুই এসআই আহত, আটক ৩ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
ডাকাতের ছুরিকাঘাতে পুলিশের দুই এসআই আহত, আটক ৩  প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানার বারিক বিল্ডিং মোড়ে অভিযানের সময় ডাকাতের ছুরিকাঘাতে পুলিশের দুই উপপরিদর্শক (এসআই) আহত হয়েছে।  

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এই ঘটনা ঘটে।

 

আহত ২ জন হলেন, ডবলমুরিং থানার এসআই জামিল ও এসআই নজরুল।  

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (পশ্চিম) মোহাম্মদ হোসাইন কবির বাংলানিউজকে বলেন, ডাকাতের ছুরিকাঘাতে দুইজন এসআই আহত রয়েছেন।

তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থল থেকে তিন ডাকাতকে আটক করা হয়েছে।  

তিনি আরও বলেন, ঘটনাস্থলে ছয়জন ডাকাত ছিলেন। ডাকাতি করা কিছু টাকা-পয়সা উদ্ধার করা হয়েছে। এছাড়াও ডাকাতির কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।