ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘আবদুল্লাহ আল নোমানকে জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
‘আবদুল্লাহ আল নোমানকে জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে’

চট্টগ্রাম: বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য  ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় ব্যারিস্টার হেলাল বলেন, জননেতা আবদুল্লাহ আল নোমান ছিলেন বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র।

 তিনি একজন পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা ছিলেন।  

আবদুল্লাহ আল নোমানকে রাজনৈতিক কর্মী গড়ার কারিগর হিসাবে বর্ণনা করে মীর হেলাল বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান ছাত্র জীবনে ছাত্র সংগঠক, যৌবনে স্বাধীকার আন্দোলনের সংগঠক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে কৃষক শ্রমিক ছাত্র জনতার সংগঠক।

তিনি রাজনীতি করতে গিয়ে ও জনগণের পক্ষে কথা বলতে গিয়ে বারবার কারা নির্যাতিত হয়েছেন, রাজপথে রক্ত ঝরিয়েছেন। গণতান্ত্রিক আন্দোলনসহ সকল সংগ্রামে এবং দেশ গঠনে আবদুল্লাহ আল নোমানের কথা জাতি চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণে  রাখবে। তাঁর ইন্তেকালে চট্টগ্রামসহ সমগ্র বাংলাদেশ রাজনৈতিক অঙ্গনে এক বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে। সেই সাথে দলেরও অপূরণীয়  ক্ষতি হয়েছে।  

ব্যারিস্টার মীর হেলাল বর্ষীয়ান রাজনীতিক আবদুল্লাহ আল নোমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।