চট্টগ্রাম: বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় ব্যারিস্টার হেলাল বলেন, জননেতা আবদুল্লাহ আল নোমান ছিলেন বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র।
আবদুল্লাহ আল নোমানকে রাজনৈতিক কর্মী গড়ার কারিগর হিসাবে বর্ণনা করে মীর হেলাল বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান ছাত্র জীবনে ছাত্র সংগঠক, যৌবনে স্বাধীকার আন্দোলনের সংগঠক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে কৃষক শ্রমিক ছাত্র জনতার সংগঠক।
ব্যারিস্টার মীর হেলাল বর্ষীয়ান রাজনীতিক আবদুল্লাহ আল নোমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
পিডি/টিসি