ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাংবাদিক নাসিরুল আলমের মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
সাংবাদিক নাসিরুল আলমের মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের শোক

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সদস্য, চ্যানেল ওয়ান, দিগন্ত টেলিভিশন এবং যমুনা টেলিভিশনের সাবেক সিনিয়র ক্যামেরাপারসন নাসিরুল আলম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে নগরের আসাদগঞ্জ নিজ বাসভবনে তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। মরহুমের নামাজে জানাজা মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বদরশাহ মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়।

 

নাসিরুল আলমের মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি এবং শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাঈনুদ্দিন কাদেরী শওকত ও ক্লাবের সিনিয়র সদস্য শামশুল হক হায়দরী, অন্তর্বর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম ও গোলাম মাওলা মুরাদ যৌথ বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে তাঁরা মরহুম নাসিরুল আলমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।