ঢাকা, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে আ.লীগ-ছাত্রলীগের আরও ৩৯ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
চট্টগ্রামে আ.লীগ-ছাত্রলীগের আরও ৩৯ নেতাকর্মী গ্রেপ্তার প্রেপ্তা র৩ আসামি

চট্টগ্রাম: নগরের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।  

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো-  চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগ নেত্রী ও ঘাতক দালাল নিমূল কমিটির মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা লিমা (৪০), মো. শাহাদাৎ হোসেন অনি (২৪), শুভ মল্লিক (২৯), ওসমান গনি রনি (২৮), মো. সুরুজ (২০), আওয়ামী ওলামালীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি  নুর মোহাম্মদ (৫৫), মো. খোরশেদ আলম (৪৫), মো.মিজবাহ হোসেন জিফাত (২৫), হাবিবুর রহমান জুয়েল (২৭), সদরঘাট থানার আসামী সদরঘাট হকার্স লীগের সভাপতি মো. মাসুম (২৯), ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আশরাফ উদ্দিন আশিক (৩৫), মো.আব্দুল বাতেন (৪৩), মো. হারুন অর রশিদ ধ্রুব প্রকাশ জনি (৩০), মো. মুন্না (২১), মো. ইকবাল (২১), সাজু বিশ্বাস(২৪), সাইফুল ইসলাম (১৯), মো.ফয়েজ সিকদার (২২), সৈয়দ মো.আশরাফুল হক সিফাত (২২),  সৈয়দ মো.আসাদুল হক আসাদ (১৯), মো. মুরাদ মিয়া (৩৮), রতন মিয়া প্রকাশ আরজু (৪২), মো. রাজ্জাক আশরাফি প্রকাশ রাজ (৩২), ডবলমুরিং থানার সেচ্ছাসেবক লীগের সংগঠক মো.গোলাম শরিফ তুষার (৩৪), মো. তোফাজ্জল হোসেন (৩৯), মো.ইমরান (৩২), মো. শফিউল আলম (৪৯), ইফরাত নুর, মো. খোকন (৩৯), প্রিয়া মনি (১৯), নাহিদা মনি (১৭), মো. নয়ন (৩০), খুলশী থানার যুবলীগের সহ সভাপতি মো. সুমন (৩৪),মো. আব্দুল মান্নান (৫৫), নাজীম উদ্দিন (৩৪),  শওকত ইসলাম (২৬), বায়েজিদ বোস্তামী থানা শ্রমিক লীগের সভাপতি ৩বিপ্লব কুমার দাস প্রকাশ মাটি (৩৭), মো. ওমর আলী (২৮) ও ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক মো. রাকিব (২৪)।  

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসীবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

 বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।